দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গতেও আয়কর বিভাগের তল্লাশি

বৃহস্পতিবার সাত সকালে শিলিগুড়ির ২৩নম্বর ওয়ার্ডের ডাবগ্রামের এক ব্যবসায়ীর ২টি বাড়িতে হানা দেয় আয়কর বিভাগের আধিকারিকেরা। পাশাপাশি সেই ব্যবসায়ীর একাধিক কর্মস্থানেও হানা দিয়ে তল্লাশি চালাচ্ছে আয়কর আধিকারিকেরা। যা নিয়ে রীতিমত শোরগোল শহরে। সূত্র মারফত জানা গেছে, বেশ কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে সেই ব্যবসায়ী। জেল থেকে রেহাই পাওয়ার কিছুদিনের মধ্যেই আয়কর বিভাগের প্রশ্নের মুখে সেই ব্যবসায়ী।
জানা গেছে, শহরে একাধিক দোকান সহ আবাসন রয়েছে তার। ইতিমধ্যে, তার সম্পত্তির সঠিক নথিপত্র খতিয়ে দেখছেন আয়কর আধিকারিকেরা। ইতিমধ্যে জানা গিয়েছে, ব্যবসায়ীর আবাসনে এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন ৭ জন আধিকারিক এবং দুজন সিআরপিএফ এর জওয়ান। অন্যদিকে ব্যবসায়ীর এসএফ রোডের ব্যবসায়ী প্রতিষ্ঠানে।
Leave a Comment