মহাসাড়ম্বরে পালিত হল রাধা অষ্টমীর

আজকে মহা ধুমধাম করে পালিত হল রাধাষ্টমী, সকাল থেকে ভক্ত বৃন্দদের আগমন শুরু হয়েছে।
রাধা কৃষ্ণের সুযোজিত নতুন বস্ত্র পরিধান করানো হয়েছে যা আনা হয়েছে বৃন্দাবন থেকে, মহা অভিষেক, দুধ- দই, ঘি, মধু, সহস্র তির্থের জল এবং বিভিন্ন রকমের ফলের রস দিয়ে স্নান করানো হয়। সকাল ১১ টা থেকে, দুপুর ১২ টায় বৈদিক মন্ত্র উচ্চারণ করে বিশেষ পুষ্পাঞ্জলি অর্ঘ্য নিবেদন করা হয়।
১০৮ প্রকার ভোগ নিবেদন করা হয় এবং পরিশেষে পাঁচ হাজারের অধিক ভক্ত দের প্রসাদ দেওয়া হয়।
Leave a Comment