মাটিগাড়া স্কুলছাত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত আব্বাসকে ফের জেল হেফাজতে থাকার নির্দেশ দিল আদালত

শিলিগুড়ি মাটিগাড়া এলাকায় নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে ১৪ দিনের জেল হেফাজত শেষে ফের তোলা হলো শিলিগুড়ি আদালতে। তার জামিনের আবেদন না মঞ্জুর করে ফের জেল হেফাজতের নির্দেশ দিলো শিলিগুড়ি আদালত। আগামী ২৯ শে সেপ্টেম্বর আবার শুনানির তারিখ দেওয়া হয়। অন্যদিকে, “জাস্টিস ফর অভয়া” নামক সংগঠনের পক্ষ থেকে আদালত চত্বরে বিক্ষোভ দেখানো হয়। সকলের দাবি আব্বাসকে দ্রুত শাস্তি দেওয়া হোক। উল্লেখ্য, ২১ শে অগাস্ট শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় এক নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে লেলিন কলোনী এলাকা থেকে মহম্মদ আব্বাসকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে তার ফাঁসির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়।
Leave a Comment