এনজেপি এলাকা থেকে ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় অনুপ গোয়ালা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫০ হাজার টাকা উদ্ধার করল পুলিশ।গত মঙ্গলবার রাতে এই ঘটনায় অনুপ গোয়ালা নামে একজনকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। এরপর ধৃতকে জেরা করে ছিনতাই হওয়া টাকার মধ্যে থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বাকি টাকা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোড়ামোড় সংলগ্ন রামনগর বস্তির বাসিন্দা ববিতা রায় তার ছেলের চিকিৎসার জন্য জমানো টাকা এনজেপি এলাকার একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্ক থেকে তুলে টোটোতে করে বাড়ি ফিরছিলেন। টোটোটি ডিএস কলোনি এলাকায় এলে পিছন দিক থেকে আসা একটি বাইকে দুই যুবক জোরপূর্বক টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। মোট ৮০ হাজার টাকা ছিনতাই হয়। ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় এনজেপি থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন ববিতা রায়। সেই অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে নৌকাঘাট থেকে অনুপ গোয়ালাকে গ্রেফতার করে পুলিশ এবং উদ্ধার হয় ৫০ হাজার টাকা।
অন্যদিকে পুলিশের ভূমিকায় খুশি ববিতা রায় ও তার পরিবার।
Leave a Comment