Breaking News

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার! গ্রেফতার ১

Image
 

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ভোলা মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম মান্তু সরকার, শিলিগুড়ি সূর্যসেন কলোনির বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ প্যাকেট গাঁজা। যার ওজন প্রায় ১১১.৪০০ কেজি। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি চার চাকার গাড়ি দাঁড় করায় পুলিশ। সেখান থেকেই সে গাঁজা গুলি উদ্ধার করা হয়। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share With:


Leave a Comment

  

Other related news