Breaking News

পাচারের আগে উদ্ধার লক্ষাধিক টাকার গাঁজা, গ্রেফতার ১

Image
 

মাদক পাচারের মুল করিডোর তৈরি হয়েছে শহর শিলিগুড়ি। প্রত্যেকদিন পুলিশের হাতে মাদক সহ গ্রেফতার হচ্ছে একাধিক পাচারকারী। তারপরেও থেমে থাকেনি মাদক পাচার।

গত শনিবার সন্ধ্যায় ফের ছোট চারচাকা গাড়ির একাধিক গোপন চেম্বার থেকে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ উদ্ধার করে প্রায় ১ কুইন্টাল ১১কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক ১১লক্ষ টাকা। গত শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ঘাটি গাড়ে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ভোলামোড় সংলগ্ন এলাকায়। খবর ছিল গাঁজা পাচারের। সেই মতো সন্ধ্যায় একটি WB-74N-8249 ছোট চারচাকার গাড়ি আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির বিভিন্ন গোপন চেম্বার থেকে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় শিলিগুড়ির সূর্যসেন কলোনির নিবাসী মিন্টু সরকারকে। জানা যায় গাঁজা গুলি কোচবিহার থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Share With:


Leave a Comment

  

Other related news