পরিমাণ গাঁজা সহ গ্রেফতার এক যুবক

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ মঙ্গলবার রাতে দার্জিলিং মোড় এলাকা থেকে গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য প্রধান নগর থানা পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং মোড় এলাকার সত্যজিৎ নগরে এক যুবক দু-তিনটি প্যাকেট নিয়ে অপেক্ষা করছিল এবং তার কাছ থেকে উদ্ধার হয় গাঁজা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ।
শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের সত্যজিৎ নগর এলাকা থেকে প্রায় সাড়ে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয় ভোলা সরকার নামে এক যুবককে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ভোলা সরকার বালুরঘাটের বাসিন্দা হলেও শিলিগুড়িতে বিগত এক বছর ধরে বসবাস করছিল এবং এই মাদকের কারবার চালাচ্ছিল।
ধৃত যুবকের কাছ থেকে কে বা কারা গাঁজা সংগ্রহ করত এবং কোথায় বিক্রি করতো, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বুধবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
Leave a Comment