Breaking News

ট্রাকের পেছনে গোপন চেম্বার! সেই চেম্বারেই লুকোনো ছিল লক্ষ লক্ষ টাকার গাঁজা

Image
 

ট্রাকের পেছনে গোপন চেম্বার! সেই চেম্বারেই লুকোনো ছিল লক্ষ লক্ষ টাকার গাঁজা। এতো লুকিয়েও শেষ পর্যন্ত গাঁজা বিহারে যেতে পারলো না। তাঁর আগেই শিলিগুড়িতে ট্রাকটিকে ধরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

 

রবিবার গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা এলাকার আমবাড়ি ক্যানেল রোডে উড়ালপুলের কাছে একটি ট্রাক আটক করে। ট্রাকটি থেকে প্রায় ১৬১ কেজি গাঁজা উদ্ধার করে এসটিএফ। ট্রাকটির পেছনে একটি গোপন চেম্বার বানিয়ে সেখানে গাঁজা লুকোনো ছিল। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা।

 

গোবিন্দ ঘোষ নামে জলপাইগুড়ির এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ জানতে পেরেছে কোচবিহার থেকে এই গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্য ছিল। তাঁর সহ চালক পুলিশ দেখে পালিয়ে যায়। ধৃত ব্যক্তিকে এনজেপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Share With:


Leave a Comment

  

Other related news