Breaking News

শিলিগুড়ি হাকিম পাড়ায় তিনতলার উপর থেকে পড়ে মৃত্যু মহিলার

Image
 

উজ্জ্বল রায়, শিলিগুড়ি,০৮ই আগস্ট:ফের শহর শিলিগুড়িতে তিনতলার উপর থেকে  পড়ে মৃত্যু হল এক মহিলার।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের হাকিম পাড়া এলাকায়।মৃতার নাম তারা লতা রায়।তিনি  হাকিম পাড়ার  বাসিন্দা।  আজ সকালে তিন তলা থেকে পড়ে তার মৃতু  হয়।সূত্রের খবর সকাল বেলায় বাডির লোক খোঁজাখুঁজি  করার সময় তাকে তিন তলা বিল্ডিংয়ের এর নিচে রক্তাক্ত  আবস্থায় পড়ে থাকতে দেখে।এরপর সঙ্গেসঙ্গেই তাকে শিলিগুড়ি  জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে  তাকে মৃত বলে ঘোষণা  করেন ডাক্তার।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়  পুলিশ।মৃতদেহটি  উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠান হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Share With:


Leave a Comment

  

Other related news