Breaking News

শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে পালন করা হল সোনার মেয়ে রিচার জন্মদিন

Image
 

কৈশোরের গণ্ডি পেরিয়ে যৌবনের সিড়িতে পা রাখলেন ভারতীয় মহিলা ক্রিকেটার রিচা ঘোষ। বৃহস্পতিবার রিচার জন্মদিন পালন করলেন মেয়র গৌতম দেব। কেক কেটে মিষ্টি মুখ করিয়ে দিতে দেখা গেলো রিচাকে।

 

এদিন সকাল থেকেই শুভেচ্ছা বার্তায় ভাসলো রিচা। শহরবাসী ও অনুগামীদের ভালোবাসায় আপ্লুত রিচাও। এদিন রিচাকে জন্মদিনের শুভেচ্ছা দিতে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের চেয়াম্যান প্রতুল চক্রবর্তী, ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি শীল সিনহা, বোরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জী সহ পুরনিগমের একাধিক আধিকারিকেরা। এদিন কেক কেটে জন্মদিন পালন করতে দেখা যায় রিচাকে। পরে রিচার হাতে উপহার তুলে দেন মহানাগরিক।

অন্যদিকে ইন্ডিয়ার জার্সিও তুলে দেন রিচা গৌতম দেবের হাতে।

Share With:


Leave a Comment

  

Other related news