Breaking News

স্বচ্ছ-ভারত অভিযানে শিলিগুড়ির ঋদ্ধিমানকে তলব প্রধানমন্ত্রীর 

Image
 

শিলিগুড়ি বার্তা ওয়েব ডেস্ক, ১৮ সেপ্টেম্বর: ক্রিকেট জগতের উজ্জল নক্ষত্র ঋদ্ধিমান সাহার কাছে চিঠি এসে পৌঁছাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে। টুইটারে সেই চিঠির ছবি পোস্ট করে বিষয়টি জানালেন খোদ ঋদ্ধিমান।
এই চিঠির মাধ্যমে  স্বচ্ছ ভারত অভিযানে ঋদ্ধিমানকে সামিল করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। 
প্রসঙ্গত উল্লেখ্য যে
চার বছর আগে ২ অক্টোবর শুভ সূচনা হয়েছিল স্বচ্ছ ভারত অভিযানের। তারপর এরই অঙ্গ হিসেবে ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে একে একে তৈরি হয়েছে শৌচাগার। তাই অন্যান্য বারের মত এবারও ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 'স্বচ্ছতা হি সেবা' অভিযান। এই প্রকল্পে ঋদ্ধিমান সাহাকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
টুইটারে ছবি পোস্ট করার পাশাপাশি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ‌ও জানান তিনি। তিনি লেখেন যে স্বচ্ছ ভারত গড়ে তোলার জন্য নিশ্চয়ই তিনি তার অবদান রাখার চেষ্টা করবেন।

Share With:


Leave a Comment

  

Other related news