টিম ইন্ডিয়ার অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে,সৌজন্যে রোহিত শর্মা

বরণ কুলাচার্জি,শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,২৬শে জুলাই:টিম ইন্ডিয়ার অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, সৌজন্যে রোহিত শর্মা। টিম ইন্ডিয়ায় তার অধিনায়ক বিরাট কোহলিকে টুইটারে আগেই তিনি আনফলো করেছিলেন। এবার তার স্ত্রী চিত্র তারকা অনুষ্কা শর্মাকে ও আনফলো করলেন তিনি। যদিও বিরাট কোহলি কিন্তু নিয়মিত রোহিত শর্মা কে ফলো করে চলেছেন এমনকি তার ছবিতে লাইক দিচ্ছেন। তবে অনুষ্কা শর্মা আগেই রোহিত ও তার স্ত্রী ঋত্বিকা কে আনফলো করে দিয়েছিলেন। তবে রোহিত কেন হঠাৎ করে অনুস্কাকে আনফলো করতে গেলেন তার কোন ব্যাখ্যা মেলেনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের রোহিত অটোমেটিক টেস্ট ম্যাচে লাগাতার ব্যর্থতার জেরে শিখর ধাওয়ান এর সঙ্গে তারও জায়গায় গিয়েছিল তারপর থেকেই বিরাট কোহলির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। এরপর অধিনায়কত্ব নিয়ে দূরত্ব বৃদ্ধি পায় রোহিত ও বিরাটের।
Leave a Comment