শহরে ফিরেই ব্যাট হাতে মেয়রের সঙ্গে মাঠে নামলেন রিচা ঘোষ

শহরে ফিরেছে ঘরের মেয়ে, ঘরে ফিরেই শুভেচ্ছায় ভেসে গেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ও ব্যাটসম্যান রিচা ঘোষ। শহরে আজ সোনার মেয়ের ঘরে ফেরার উচ্ছাস। তার মধ্যে উপরি পাওনা মেয়র বনাম রিচার ক্রিকেট ম্যাচ।
আজ সেভক রোডের একটি ইন্ডোর বক্স ক্রিকেট খেলার মাঠে রিচা একাদশ ও শিলিগুড়ি পুরনিগমের মেয়র একাদশের মধ্যে খেলা হয়। খেলার শুরুতে শহরের সকল ক্রিড়া প্রেমীরা রিচাকে সংবর্ধিত করেন। এছাড়াও রিচাকে ফুলের তোরা দিয়ে তার কৃতিত্বের অভিবাদন দেন তার অনেক গুণমুগ্ধরা।
অন্যদিকে এই বক্স ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সকলের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এরি মাঝে মেয়র গৌতম দেব ও ডেপুটি মেয়র রঞ্জন সরকারকে ব্যাট হাতে মাঠে নেমে ছক্কা হাঁকাতেও দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেট মহলে ঘরের মেয়ে দুর্দান্ত পারফরমেন্স আর তার সঙ্গে ক্রিকেট খেলায় মত্ত হলেন মেয়র, ডেপুটি মেয়র এবং তার বাবাও। আবার কোন সময় দেখা গিয়েছে রিচা তার বাবাকে হাতের দুর্দান্ত বলিংয়ে আউট করে দিয়ে উচ্ছ্বাসের সঙ্গে লাফিয়ে উঠতে। মেয়ের কাছে আউট হওয়াও যেনো পরম আনন্দে উপভোগ করেছেন মানবেন্দ্র বাবু।
Leave a Comment