Breaking News

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি

Image
 

মধুমিতা সরকার, নিউজডেস্ক,১৫ই জুলাই:বিজেপিতে যোগ দেবেন বলে কানাঘুষো বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। এবার সরাসরি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন বলে জল্পনা আরো উস্কে দিলেন বিজেপির ঝাড়খণ্ডের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় পাশওয়ান। হ্যাঁ যার সম্পর্কে কথাগুলি বলা হচ্ছে তিনি এক এবং অদ্বিতীয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি। যদিও ধোনি এবং তার পরিবারের তরফ এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। ধোনির ঘনিষ্ঠমহলে খবর যে প্যারা মিলিটারি সদস্য ধোনি সেই টেরিটোরিয়াল আর্মির হয়ে কাজ করতে চান ক্রিকেট পরবর্তী জীবনে এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তিনি বলুন আর নাই বলুন তাকে নিয়ে দেশব্যাপী জল্পনা কমার কোনো লক্ষণ নেই। তার মাঝে সঞ্জয় পাশওয়ান এর মন্তব্য এ উত্তেজনা সৃষ্টি করেছে ধোনির ভক্ত মহলে। ধোনি বিজেপির হয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলে বিজেপির পালে ঝাড়খন্ডে হাওয়া যে আরো জোরে বইবে তা পরিষ্কার। তাই তারা চাইছেন ধোনিকে প্রবলভাবে দলে পেতে। কিছুদিন আগেই জনসম্পর্ক যাত্রায় বিজেপির মঞ্চে ধোনিকে দেখা যাওয়াতে এই জল্পনা আরো বৃদ্ধি পেয়েছে।

Share With:


Leave a Comment

  

Other related news