Breaking News

প্যারা মিলিটারি ফোর্সের ডিউটিতে ব্যাস্ত, ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না মহেন্দ্র সিং ধোনি

Image
 

মধুমিতা সরকার,শিলিগুড়ি বার্তা নিউজডেস্ক,২০ জুলাই:ধোনিকে নিয়ে বিশ্বকাপের পর থেকেই এমনকি কাপ চলাকালীন শুরু হয়েছিল বিভিন্ন রকম সমালোচনা। বয়স হয়েছে, রিফ্লেক্স আগের মত কাজ করে না। তাই এবার অবসর নেওয়া উচিৎ। এমনটাই মনে করছিলেন ক্রিকেটপ্রেমী থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনকি প্রধান নির্বাচক এম এস কে প্রসাদ ধোনিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে রাখবেন কিনা তা নিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন ভবিষ্যতের পরিকল্পনার কথা বলে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না বলে পরিষ্কার জানিয়ে দিলেন। বিসিসিআইকে তিনি আগামী দু মাস তার নিজস্ব প্যারা মিলিটারি ফোর্সের কাজে ব্যস্ত থাকবেন। সেখানে পুরোদস্তুর ডিউটি করার কথা জানিয়েছেন তিনি। তিনি যদি এ কাজ করেন, তাহলে ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাসে তা হবে প্রথম। এর আগেও শচীন তেন্ডুলকর কপিল দেব সহ অনেকেই সাম্মানিক বিভিন্ন পদ অলংকৃত করেছেন বিভিন্ন সংস্থায় ।সচিন তেন্দুলকার সেনাবাহিনীর মেজর হয়েছিলেন। কিন্তু তারা কেউ ময়দানে নেমে কাজ করেননি। ধোনি যদি ডিউটি শুরু করেন, তাহলে তিনি হবেন প্রথম যিনি সফল ক্রিকেটার হিসেবে সম্মানিক পদ পেয়েও সেটিকে হাতে কলমে করে দেখালেন ।তাই ক্রিকেট জীবন নিয়ে যতই অনিশ্চয়তা থাকুক তার এই প্রচেষ্টাকে কুর্ণিশ জানাতেই হবে।

Share With:


Leave a Comment

  

Other related news