মা হলেন সানিয়া

শিলিগুড়িবার্তা ওয়েবডেস্ক, ৩০ অক্টোবর:
মা হলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। যদিও এরকম একটা সুখবরের প্রত্যাশা অনেক দিন ধরে কড়েছিল সানিয়ার ভক্তমহল।
বিভিন্ন সময়ে নিজের গর্ভাবস্তায় বিভিন্ন আপডেটস সোশ্যাল মিডিয়াতে দিয়ে এই শুখবরের কথা আগাম জানান দিয়েছিলেন এই টেনিস তারকা৷
অবশেষে সোশ্যাল মিডিয়ায় পাক ক্রিকেটার শোয়েব মালিকের পোস্টে সানিয়ার পুত্র সন্তান লাভের কথা জানতে পারে সকলে।
আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সোশ্যাল ও সেই সঙ্গে নিকট বন্ধুদের শুভেচ্ছা বার্তায় ভাসলেন সানিয়া ও শোয়েব।
Leave a Comment