হুইল চেয়ারে বসা,মুখে বাঁশি চারুলতা প্যাটেল'ই এখন ভারতীয় দলের সকর্থকদের মধ্যে প্রধান মুখ

মধুমিতা সরকার,শিলিগুড়ি বার্তা,ওয়েবডেস্ক,১০ই জুলাই:চারুলতা প্যাটেল, বয়স ৭২, এ বছর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটে যেখানেই ভারতীয় দল পৌঁছচ্ছে, সমর্থন যোগাতে হাজির হয়ে যাচ্ছেন তিনি। হুইল চেয়ারে বসা মুখে বাঁশি, চারুলতা প্যাটেল এখন ভারতীয় দলের সমর্থনের প্রধান মুখ। পিছনে ফেলে দিয়েছেন পাকিস্তানের চাচা জলিল এবং ভারতের প্রখ্যাত সমর্থক সুধীরকেও। এবার সেই চারুলতা প্যাটেল এর কপাল খুলছে ভারতীয় দলকে সমর্থন জানিয়ে। তার এই হঠাৎ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তাকে বিজ্ঞাপনের মুখ করতে চাইছে পেপসি । পেপসি ট্যাগলাইন প্রাণ খুলে বাঁচো এর সঙ্গে চারুলতার লাইফস্টাইল এবং এই বয়সেও তাঁর প্রাণোচ্ছলতাকে পুঁজি করে নিজেদের পানীয়কে ভারতবাসীর আরো কাছে পৌঁছে দিতে চান পেপসি কর্তারা ।আর তাই প্রায় কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে চারুলতা দেবীকে। আর প্রায় শেষ বয়সে এসে এমন একটি অফার পেয়ে, বাকি কটা দিন ভালোই কাটবে আশা করছেন ভারতীয় ক্রিকেট দলের সমর্থকদের নতুন সেনসেশন।
Leave a Comment