Breaking News

সাব জুনিয়ার  কমনয়েলথ গেমসে দাবা প্রতিযোগিতায়  সোনা জিতে দেশের নাম উজ্জ্বল করল বঙ্গ তনয়া বৃষ্টি  মুখার্জি 

Image
 

শিলিগুড়ি  বার্তা, কালনা:কমনওয়েলথ সাব জুনিয়র গেমে বাংলার মুখ উজ্জ্বল করল সোনার মেয়ে বৃষ্টি মুখার্জি |ছোট্ট শহর মেমারি থেকে উঠে এসে দাবাড়ু বৃষ্টি মুখার্জি আজ বাংলার মুখ উজ্জ্বল করে সোনা নিয়ে ঘরে ফিরল |
বাবা মায়ের উৎসাহে ছোট্ট মেয়েটা দাবা খেলাকে আপন করে এগিয়ে যেতে চায় আরও দূরে।ইতিমধ্যেই সে বিভিন্ন দেশে, ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছে। ভবিষ্যতে সে গ্র্যান্ডমাস্টার হয়ে দেশের প্রতিনিধিত্ব করে , দেশের নাম উজ্জ্বল করতে চায়। বৃষ্টি মুখার্জিকে শিলিগুড়ি বার্তার তরফ থেকে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।

Share With:


Leave a Comment

  

Other related news