Breaking News

বিশ্ব ক্রিকেটে  ভারত হারলেও ১১ দিনে তিনটি  সোনা পেল অসম কন্যা হিমা 

Image
 

 


শিলিগুড়ি  বার্তা,  দিল্লি : সোনার মেয়ে হিমা দাসের সোনার দৌড় অব্যাহতদু'শো মিটার ইভেন্টে  ভারতকে সোনা এনে দিল হিমা দাস। মাত্র এগারো দিনের মাথায় এটা তাঁর তৃতীয় সোনা জয়। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যখন তামাম ভারতের ক্রিড়াপ্রেমী মানুষেরা পাগল ঠিক সেই মুহুর্তে  পরপর তিনটি টুর্নামেন্টে সোনা পেল হিমা দাস। 

 চেক রিপাবলিকের 'ক্লদনো মেমোরিয়াল অ্যাথলেটিক্স মিট' থেকে হিমা দাস সোনা জিতেছেন গতকাল শনিবার । এদিন ২৩.৪৩ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছেন ভারতীয় এই অ্যাথলেটিক। যদিও ২০০ মিটারে তাঁর ব্যক্তিগত সেরা সময় ২৩.১০ সেকেন্ড।
পোল্যান্ডের পজনন অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স থেকে ২০০ মিটারে  অসম রাজ্যের হিমা দাস ভারতকে প্রথম সোনা জয় উপহার দেন  ২ রা জুলাই । সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। হিমার দ্বিতীয় সোনা জয় রবিবার, পোল্যান্ডেরই কুতনোB অ্যাথলেটিক্স মিটে। সময় লাগে ২৩.৯৭ সেকেন্ড।প্রথম দু'টির থেকে কম সময় নিয়েছে তৃতীয় সোনার দৌড়ে।

Share With:


Leave a Comment

  

Other related news