Breaking News

বিশ্বকাপ ট্রফি জিততে ইংল্যান্ডের প্রয়োজন ২৪২ রান,প্রথমবার  বিশ্বকাপ জেতার স্বপ্ন দু-দলেরই

Image
 

 

গৌরনাথ চক্রবর্ত্তী,নিউজডেস্ক,১৪ জুলাই: আই সি আই পরিচালিত ২০১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে আয়োজক দেশ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এদিন লর্ডসে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কিউয়িরা। কিউয়িরা ৫০ ওভারে৮ উইকেট হারিয়ে ২৪১ রান তোলে।গাপ্তিল ১৯ রান করেন।নিচলশ ৫৫ রান করে আউট হন।কেন উইলিয়ামসন ৩০ রান করেন।রস টেলর ১৫ রান করেন।লাথাম ৪৭ রান করেন।হেনরি ৪ রান করেন।ইংল্যান্ডের প্ল্যানকেট ৪২ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেন।ওকস ৩৭ রানের বিনিময়ে ৩ টি উইকেট নেন।এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন দল জেতে। যে দলই জিতুক আজ নতুন এক চ্যাম্পিয়ন পাবে  ক্রিকেট বিশ্ব।

Share With:


Leave a Comment

  

Other related news