Breaking News

বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দ্বৈরথে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দেখবে গোটা বিশ্ব

Image
 

 

গৌরনাথ চক্রবর্ত্তী, ১৪ জুলাইঃআজ লর্ডসে বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি হতে চলেছে আয়োজক দেশ ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।  আজ নতুন এক চ্যাম্পিয়ন পেতে চলেছে ক্রিকেট বিশ্ব।দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষবার ১৯৯২ সালে ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানের কাছে পরাজিত হয়।অন্যদিকে ২০১৫ সালের পর ফের একবার ফাইনালে কিউয়িরা। সেবার অস্ট্রেলিয়ার কাছে কিউয়িরা পরাজিত হয়।তাই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দেশই একবারও বিশ্বকাপ জেতে নি।দুই দেশই মরিয়া বিশ্বকাপ জিততে।
প্রথম সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে কিউয়িরা ফাইনালে উঠে।অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে বিট্রিশরা।
বিশ্বকাপে ৮ বার মুখোমুখি হয়েছে দুইদেশ।৫ বার জিতছে কিউয়িরা। ৩ বার জিতেছে ইংল্যান্ড।আজ কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট তা আর কয়েক ঘণ্টার মধ্যেই ঠিক হয়ে যাবে।

Share With:


Leave a Comment

  

Other related news