স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করাতে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ

বাবলু প্রামাণিক, বারুইপুর,০৮ই আগস্ট:স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিল স্ত্রী। আর এই প্রতিবাদই কাল হল তাঁর। নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। মৃতার নাম শকুন্তলা অধিকারী(২১)। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে বারুইপুর থানার শিখরবালি ১ পঞ্চায়েতের বৈরাগী পাড়ায়। বুধবার রাতে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার বাবা রাম অধিকারী।ঘটনার পর থেকেই পলাতক স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। বারুইপুর থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। স্ত্রানিয় ও পুলিস সুত্রে খবর, বারুইপুরের শিখরবালি ১ পঞ্চায়েতের দক্ষিন শাসন অধিকারী পাড়ার শকুন্তলা অধিকারীর সাথে ৩ বছর আগে দেখা শোনা করেই বিয়ে হয় বৈরাগী পাড়ার সুকুমার অধিকারীর। সুকুমার কাঠ পালিশের কাজ করে। তাঁদের ২ বছরের ছেলে আছে। এই প্রসঙ্গে শকুন্তলার দিদি বুলা হালদারের অভিযোগ, বিয়ের কয়েকমাস যেতে না যেতেই নানা কারণে অশান্তি লেগে ছিল তাঁদের। অনেকবার অশান্তির কারণে বাপের বাড়িও চলে এসেছিল বোন। পঞ্চায়েত থেকে আবার মিটিয়ে দেবার পর শ্বশুরবাড়ি চলে গিয়েছিল। ৫-৬ মাস আগে বোন জানতে পেরেছিল স্বামীর সাথে স্বামীর বৌদির অবৈধ সম্পর্ক আছে। এই জানতে পেরে প্রতিবাদ করেছিল বোন।তার জেরে বোনের উপর শারীরিক ও মানসিক অত্যাচার হয়েছিল। এমনকি বারুইপুর মহিলা থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ ও করেছিল বোন। এই কথা জানতে পেরে আরও অত্যাচার বেড়ে যায় স্বামী সহ শ্বশুর,শাশুড়ি,জার। শেষে গত সোমবার বিকালের পর বোনকে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে মারে স্বামী সুকুমার সহ শ্বশুর,শাশুড়ি,জা। ওঁদের শাস্তি চাই। পাশাপাশি দাদা দেবদাস অধিকারী জানায়,বোন কে সোমবার সন্ধেতে বারুইপুর মহকুমা হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্তায় নিয়ে যায় প্রতিবেশিরা। শ্বশুরবাড়ির লোকজন খবরও দেয়নি। পরে আমাদের বলা হয় স্টভে আগুন লেগে গিয়েছে। বোন অগ্নিদগ্ধ অবস্তায় যন্ত্রণার পর রাতে পার্ক সার্কাসের এক নার্সিং হোমে মারা যায়। পরে পুলিস কে খবর দেওয়া হলে বারুইপুর থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বুধবার রাতে বোনের শেষ কৃত্য হয়।স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করাতেই বোন কে আগুনে পুড়িয়ে মেরেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন।
Leave a Comment