Breaking News

৩৭০ ধারা অবলুপ্তির পর কাশ্মীরি মেয়েদের কিভাবে বিয়ে করা যাবে গুগল সার্চের শীর্ষে কেরলের নাগরিকরা

Image
 

শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,০৮ই আগস্ট:যেদিন থেকে ৩৭০ ধারা বাতিল হয়েছে তারপর থেকে দেশের যুবকদের মনের ভিতর ছবি হয়ে ভাসছে কাশ্মীর কি কলি-র। দেখা গেছে এই আইন প্রত্যাহার হওয়ার পর থেকে কাশ্মিরের মেয়েদের বিয়ে করার জন্য উত্তাল নেট দুনিয়া।  কাশ্মিরের মেয়েদের বিয়ে কিভাবে করা যায় সেইজন্য প্রতিনিয়ত সার্চ হচ্ছে ইন্টারনেট । যদিও ভাবতে অবাক লাগছে তবে এটাই স্বাভাবিক।দেশের যুবকদের যে   কাশ্মিরী কন্যাকে  বিয়ে করার প্রবণতা রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।

সত্যিই পুরুষদের রাতের স্বপ্নে যে কাশ্মীরি কন্যাদের ছবি দেখা যায়  তা অরেকবার প্রমাণিত।৩৭০ ধারা অবলুপ্তির পর  কাশ্মীরের বিশেষ অধিকার খর্ব হয়েছে এবং এরপরে যুবকেরা  গুগল সার্চ করে চলেছেন কীভাবে কাশ্মীরের মেয়েদের বিয়ে করা যায়।

 দেখা গেছে কাশ্মীর কন্যাদের কিভাবে বিয়ে করা যায়, এবিষয়ে  গুগল সার্চের একটি সমীক্ষায় দেখাগেছে গত ২৪ ঘণ্টায় দেশের শিক্ষিত রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে থাকা রাজ্যে কেরলের লোকজনই সবচেয়ে বেশি সার্চ করে দেখেছে কীভাবে কাশ্মীরি মেয়েদের বিয়ে করা যায়। দ্বিতীয় স্থানে রয়েছে ঝাড়খণ্ড। তারপর হিমাচল প্রদেশ। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে উত্তরাখণ্ড ওছত্তিশগড়।

গত ৬ আগস্টের সার্চের তালিকায় অবশ্য প্রথম তিনে রয়েছে দিল্লি, মহারাষ্ট্র ও কর্ণাটক। তবে ঘটনা হল ৩৫এ ধারা বিলোপের আগেও কাশ্মীরি মহিলারা অন্য রাজ্যের পুরুষদের বিয়ে করতে পারতেন। তবে সেক্ষেত্রে তাঁরা কাশ্মীরের ভূমিকন্যা থাকতে পারতেন না। এমনকী সম্পত্তির অধিকারও হারাতেন। কিন্তু ৩৭০ ধারার কাশ্মীরের অধিকার তুলে দেওয়ার পরেই মানুষের ধারণা হয়েছে, এবারই কাশ্মীরি মেয়েদের বিয়ে করা সম্ভব।

Share With:


Leave a Comment

  

Other related news