Breaking News

মালদার মহানন্দা নদীতে মৎস দপ্তরের উদ্যোগে ১৬ হাজার পোনা মাছ ছাড়া হলো

Image
 

মালদা,০৬ আগষ্ট : মৎস্য দফতরের উদ্যোগে, মৎস সঞ্চার প্রকল্পের মাধ্যমে মহানন্দা নদীতে মৎস্য চাষ করা হয়। 
 মঙ্গলবার সকাল সাড়ে নয়টা নাগাদ, মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাটে মহানন্দা নদীতে প্রায় ১৬ হাজার মাছের পোনা ছাড়া হয়।  এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী, জেলা মৎস দপ্তরের আধিকারিক নীলৎপল গোয়াল, মৎস্যজীবী প্রদীপ মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা।
         এদিন মহানন্দা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের সঞ্চার করা হয়। মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু জানিয়েছেন, গোটা জেলায় এক লক্ষ মাছ সঞ্চার করা হবে। মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  এরপর জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন নদীতে মৎস্য সঞ্চার করা হবে। তিনি এও বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘মৎস্য সঞ্চার প্রকল্প’ এর মাধ্যমে নদীতে মৎস্য সঞ্চার করা হয়। এই মাছগুলো নদীতে ছাড়া হবে এবং তাদের বংশ বিস্তার হবে। এর ফলে মৎস্যজীবীরা সেগুলোকে ধরে উপার্জন করবেন। নদীয়ালী মাছের সংখ্যাও বাড়বে নদীতে।

Share With:


Leave a Comment

  

Other related news