Breaking News

ট্রেনে অপ্রয়োজনীয় চেইন টানার জন্য ৮০৬জনকে আটক করল উত্তরপূর্ব  সীমান্ত রেলওয়ে

Image
 

পারমিতা রায়,শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,০৮ই আগস্ট:এই বছর এই ট্রেনের অপ্রয়োজনীয় চেইন টানার জন্য এখনও অবধি  এনএফআর আটক করেছে ৮০৬ জনকে। অতি গুরুত্বপূর্ণ এই চেইনের  ব্যবহার, কিন্তু যাত্রীরা নিজেদের কোনো প্রয়োজন ছাড়াই এই চেইন  টেনে থাকে অনেক সময়ে। কোনো রকম চিকিৎসা, অগ্নিসংযোগ, জরুরি পরিস্থিতির, ছিনতাই ,এইসব পরিস্থিতিতে যাত্রী দের চেইন টানার অনুমতি থাকে । রেলওয়ে আইনের  ১৪১ ধারা অনুযায়ী  কোনো ব্যাক্তি যথাযথ কারণ ছাড়া রেল চলাচলে বাধাদান করলে তাকে এক হাজার টাকা জরিমানা ও শাস্তি হতে পারে । এখনও বিভিন্ন স্টেশনে এই সব চেইন টানার ঘটনা অনেক দেখা যায় যার দ্বারা ভোগান্তির শিকার হতে হয় রেল কর্মী দের। মানুষের সাহায্যের জন্য তৈরি এই ব্যবস্থাটির দুর্ব্যবহার এর জন্য যাত্রিরা নিজে দের এ সময়ের ক্ষতি কিরে থাকছে,এর ফলে শুধু মাত্র একটি ট্রেনই নয় ওপর ট্রেনের চলাচলে ও নিয়মানুবর্তিটাতে ও বাধা দান করে। এর জন্য অনেক মানুষ কেই অসুবিধার সম্মুখীন হতে হয় ।

Share With:


Leave a Comment

  

Other related news