Breaking News

সিকিমের বন্যা কবলিত মানুষদের পাশে শিলিগুড়ি পুরনিগম

Image
 

সিকিমে বাঁধভাঙ্গা বন্যা আর তারই মাঝে ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। বন্যায় ঘরছাড়া মানুষদের ত্রাণ সামগ্রীর ব্যাবস্থা করলো শিলিগুড়ি পুরনিগম। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের তরফে বন্যায় আটকে থাকা পরিবারের মানুষদের জন্য খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, নুন, বেবি ফুড, তেল, চা-পাতি, দুধ, ওআরএস, কম্বল, এছাড়াও দরকারি ওষুধ প্রদান করলেন মেয়র গৌতম দেব। এদিন শিলিগুড়ি থেকে সেবক পৌঁছে কালিম্পং-এর এসডিও সুমন মজুমদারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মেয়র।

 

এদিন ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ এবং বোরো চেয়ারম্যানরা। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের একাধিক ওয়ার্ড কাউন্সিলরেরা।

Share With:


Leave a Comment

  

Other related news