Breaking News

রাজ্যের প্রথম ট্রান্স-দম্পতি হিসেবে সাত পাকে বাঁধা পড়লেন তিস্তা ও দীপন।

Image
 

শিলিগুড়ি বার্তা, কলকাতা ,০৬ই আগস্ট:রাজ্যের প্রথম ট্রান্স-দম্পতি হিসেবে সাত পাকে বাঁধা পড়লেন তিস্তা ও দীপন। এই দম্পতির নাম তিসা দাস (৩৮ ও দীপন চক্রবর্তী(৪০) । আগরপাড়ার মহাজাতি হলের বিয়ের অনুষ্ঠানে লাল বেনারসী শাড়ী পরে বাঙালি কনের সাজে বিয়ের পিড়িতে পাত্রী তিস্তা দাস ও পাত্র দীপন চক্রবর্তী। যথারীতি পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্যদিয়ে চলছে বিয়ে। 
বলাই বাহুল্য রাজ্যের প্রথম ট্রান্স-দম্পতি হিসেবে সাত পাকে বাঁধা পড়লেন তিস্তা ও দীপন।

আগরপাড়ার সুশান্ত ১৫ বছর আগে সেক্স রিঅ্যাসাইনমেন্ট সার্জারি করে তিসা দাস নামে পরিচিত হয়। আসামেএ লামডিং এর দীপনের নাম ছিল দীপান্বিতা। লাজুক স্বরে তিনি বললেন, 'তিস্তাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। এটাই আমার জীবনের সেরা দিন।' আর তিস্তা বললেন, 'সবসময় বিশ্বাস করতাম ভালোবাসার ক্ষেত্রে কোনও লিঙ্গের প্রয়োজন হয় না। দীপন আর আমি তা প্রমাণ করলাম।' 
আগরপাড়ার মহাজাতি হলের বিয়ের অনুষ্ঠানে বন্ধুবান্ধবের উপস্থিত ছিল চোখে পড়ার মত। 
১৫ এপ্রিল জাতীয় ট্রান্সজেন্ডার দিবসে নিজেদের বিয়ের কথা ঘোষণা করেন তিস্তা-দীপন।
তবে এই বিয়ে মেনে নিতে পারেনি দীপনের পরিবার। ফ্ল্যাটের মালিক বুধবার বউ ভাতের আয়োজন করেছেন। ওই দিনই রেজিস্ট্রি হবে নব বর বধূর।

Share With:


Leave a Comment

  

Other related news