তেহরি গারওয়ালের কাংসালি পাহাড়ি খাদে পড়ল স্কুল বাস মৃত্যুর আশঙ্কা ৭ চলছে উদ্ধার কাজ

শিলিগুড়ি বার্তা,ওয়েবডেস্ক,০৬ই আগস্ট : উত্তরাখণ্ডে মর্মান্তিক দুর্ঘটনার কবলে ছাত্রছাত্রী বোঝাই বাস। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বাসটিতে ছিল ১৮জন পড়ুয়া। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি স্কুলবাস। ৭জন ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার তেহরি গারওয়ালের কাংসালি এলাকায় পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খাদ থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা এখন চলছে। তবে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। ঘটনাস্থলের আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে
Leave a Comment