রেলে বিনা টিকিটে যাত্রা জরিমানা ১৬ কোটি

শিলিগুড়ি বার্তা, কলকাতা,০৬ই আগস্ট:পূর্ব রেল চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে বিনা টিকিট ও অবৈধ টিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ ৪৩ হাজার যাত্রীকে ধরেছে। তাঁদের কাছ থেকে জরিমানা বাবদ ১৬ কোটি টাকা আদায় করেছে। পূর্ব রেল সুত্রের খবর, গত বছরের তুলনায় এ বছর ৬২ হাজারের বেশি বিনা টিকিটের যাত্রীকে আটক করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর তিন কোটি টাকা বেশি আদায় করা হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে যাত্রীদের উপযুক্ত টিকিট কেটে সসম্মানে ট্রেনে ভ্রমণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এই ধরনের অভিযান চলবে বলে রেল সুত্রে জানাগিয়েছে।
Leave a Comment