Breaking News

বাচিক শিল্পী বিভাস দাসের কবিতায় অক্সিজেন পেল বেতন স্কেলের দাবিতে  আন্দোলন কারী শিক্ষকেরা 

Image
 

কমল কুমার বিশ্বাস,বালুরঘাট,১৬ই জুলাই:-গত ১২ই জুলাই থেকে উস্থী (UUPTWA) নামক একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন  প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য ও যোগ্যতার নিরিখে বেতন কাঠামোর দাবিতে কলকাতার সল্ট লেকে উন্নয়ন ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচি নিয়েছে l তাদের দাবি মূলতঃ- তাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক,সাথে ৫০% এর অধিক নাম্বার এবং তদসহ ২ বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্স l কিন্তু শিক্ষকরা সর্বভারতীয় স্তরের মাপ দণ্ড অনুযায়ী যোগ্য হওয়া সত্বেও তাদের মাধ্যমিক যোগ্যতার বেতন দিচ্ছে সরকার l এছাড়াও 
পি,আর,টি স্কেলের দাবিতে আন্দোলন করতে গিয়ে কয়েক জন শিক্ষককে ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরবর্তী বিদ্যালয়ে বদলি করা হয়েছে,তাদের প্রতি এই প্রতিহিংসা মূলক বদলির নির্দেশ বাতিল করতে হবে l তবে আন্দোলন যে গতিতে চলছে তাতে অতিসত্বর সরকার কোনো ফলপ্রসূ আলোচনা করে ব্যবস্থা না করলে সেটা যে শিক্ষক বিদ্রোহে পরিণত হতে পারে তা  ভাবছেন সাধারণ মানুষজন l
                অনশন আজ পঞ্চম দিনে পরলো l ইতি মধ্যেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন পুরুলিয়া থেকে অনশনকারী শিক্ষিকা মৌসুমি রায়। অধ্যাপক ডক্টর অনুপম হাজরা  নিজের গাড়িতে করে হাসপাতালে ভর্তি করয়েছিলেন l এছাড়াও সুজন চক্রবর্তী,অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র,কবি মন্দাক্রান্তা সেন ও চিত্র পরিচালক অনিক দত্ত ইতিমধ্যেই অনশন মঞ্চে এসেছিলেন l যে গতিতে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে শিক্ষকদের এই আন্দোলনের খবর তা নিঃসন্দেহে বলা যায় আগামীতে  সরকারকে বেগ দেবে l  এ নিয়ে ইতিমধ্যেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ সোস্যাল মিডিয়াতে নিজেদের পক্ষ অবলম্বন করেছেন l সামাজিক মাধ্যম ফেসবুক খুললেই বিভিন্ন পেজে প্রাথমিক শিক্ষকদের এই বেতন বৈষম্যের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের খবর শিরোনামে l যতদিন গড়াচ্ছে রাজনীতি নির্বিশেষে শিক্ষক সমাজের স্বতস্ফূর্ত সমর্থন দিনকে দিন বেড়েই চলেছে l 
        এই আন্দোলনের প্রতি সমর্থন ও সহমর্মিতা জানিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লিখলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি চক্রের  বেড়ল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা দক্ষিণ দিনাজপুর জেলার বিশিষ্ট বাচিক শিল্পী বিভাস দাস । তিনি তার ক্ষুরধার কলম দ্বারা সমাজের আত্মসত্তভোগী নীতি নির্ধারণকারী দের উদ্দেশ্যে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন শ্লেষাত্মক ভঙ্গিতে । 
         ■কৈফিয়ত  চাই ■
●●●●●●●●●●●●●
    ✍বিভাস দাস, বালুরঘাট।✍
☆☆☆▪︎▪︎▪︎▪︎▪︎☆☆☆
পে-কমিশন চাইছি ব'লে 
     মোদের 'পরে রাগ করো !
 তোমরা যে সব নিজের বেতন 
     বাড়িয়ে নিজেরা ভাগ করো 
         .....................তার বেলা ??

বাড়ছে বেতন, বাড়ছে ভাতা,
     বাড়ছে সুযোগ-সুবিধাটাও !
ক্ষমতার অপব্যবহারেই
      বিলটাও পাশ করিয়ে নাও !!
           ...................তার বেলা ??

খবর কাগজ, ফোনের বিল আর 
        চিকিৎসা নার্সিং-হোমে !
সকল খাতেই প্রাপ্তি বাড়াও
        টাকার পাহাড় যায় জ'মে !
        ......................তার বেলা ??

নিচ্ছো এ. সি. ট্রেন-ভাড়া আর 
        কখনও বিমান-ভাড়াও !
দলমত সব নির্বিশেষে 
        আপন খুশিতে লেজ নাড়াও!!
       .....................তার বেলা??

ন্যায্য পাওনা ডি.এ.- টাও তো 
        পাই না অভাগা আমরা যে,
নানা কটু কথা শুনতে শুনতে 
         হচ্ছে মোটা চামড়া যে 
      .....................তার বেলা ??

আমরা চাইলে টাকার অভাব,
         হাজার অজুহাত শুনি!
তোমাদের বেশি বেতন দিতে 
         আমরাও যে "কর" গুণি !!
     ..................তার বেলা ??

আমাদেরও তো সংসার আছে 
        ভেবেছো কি একবারও ?
তোমরা নিজের পেট ভরাতে
        মোদের মুখের গ্রাস কাড়ো!!
     ...................তার বেলা ?? 

আমরা চাইলে পে-কমিশন
        রেডি হাজার এক্সকিউজ,
বাড়িয়ে নিজের বেতন তোমরা
       করছো শুধুই কনফিউজ !!
       ...................তার বেলা ??

ভোটের আগে হাজার রকম
       প্রতিশ্রুতির বাজনাতে,
 ভোটারের মন ভুলিয়ে এখন
       বেতন বাড়াও খাজনাতে !!
         ..................তার বেলা ??

দেবো, দেবো বলেই তোমরা 
         করেই চলেছো শুধুই লেট !
জনগণের করের টাকায় 
        ভরাচ্ছো যার-যার পকেট!!
        ....................তার বেলা     
        ....................তার বেলা।

Share With:


Leave a Comment

  

Other related news