Breaking News

ফেসবুকে ভাইরাল হওয়া গান বদলে দিল ভবঘুরে রানুদেবীর জীবন

Image
 

রানাঘাট,০৮ই আগস্ট:রানু মন্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল মুম্বাইয়ের  বাবু মন্ডলের।স্বামী মারা যাওয়ার পর তিনি চলে আসেন রানাঘাটে।এরপর রানুদেবী ভবঘু রারে হয়ে স্টেশনে ঘুরে ঘুরে গান গাইতেন।তার গানের গলা শুনে বর্তমানে বড় বড় গায়ক গায়িকারা চমকে গেছেন।সোশ্যাল নেটওয়ার্কের সাহায্যে তার গান ভাইরাল হয়  সারা দুনিয়ায়।বর্তমানে রানুদেবী মুম্বাইয়ের একটি রিয়েলিটি শোতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন।সমস্ত খরচ বহন করবেন উদ্যোক্তারা।কিন্তু সমস্যা হল উনার কোনো পরিচয়পত্র নেই।তাঁর পুরো নাম হল রানু মারিয়া মন্ডল।কোনো পরিচয়পত্র না থাকায় বিমান বা দূরপাল্লার ট্রেনে যাতায়াতে সমস্যা দেখা দিচ্ছে।তবে এই সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হবে বলে জানা গেছে।ভবঘুরে রানু দেবীর জীবন এখন বদলে গেছে।অভাব অনটনে যে গান এতদিন চাপা পড়েছিল সেই গানেই এখন মাতোয়ারা গোটা দুনিয়া।সোশ্যাল মিডিয়ায় তার গানের সুর আমূল বদলে দিয়েছে তার জীবন।তাঁর মুখ দেখলে কোনো মতেই বোঝা সম্ভব নয় যে এত প্রতিভা লুকিয়ে ছিল।রানাঘাটের ভবঘুরে রানুদেবী মন্ডল এখন খুবই বিখ্যাত।বিভিন্ন জায়গা থেকে গান গাওয়ার জন্য অনুরোধ আসছে।কলকাতা, মুম্বই,কেরল বাংলাদেশ থেকেও ডাক আসছে তাঁর।জানাগেছে তিনি বিভিন্ন জায়গা থেকে গান রেকর্ডিং এর প্রস্তাব পাচ্ছেন তিনি।তাহলে বলা যেতেই পারে রানুদেবীর জীবন।তাকে পার্লারে নিয়ে যাওয়া হয় ,বদলে গেছে তার জীবন।যেন বদলে গেল তার জীবন।

Share With:


Leave a Comment

  

Other related news