Breaking News

অযথা আতঙ্ক কিন্তু হয়ে দাঁড়াতে পারে দুর্ঘটনার কারণ

Image
 

শিলিগুড়ি,১২ সেপ্টেম্বর: আবারও একবার ভূমিকম্পের আতঙ্ক উত্তরবঙ্গ জুড়ে। আর এই ভূমিকম্পের বলি শিলিগুড়ির এক যুবক। কম্পন শুরু হলে আতঙ্কিত অবস্থায় বাড়ি থেকে বেরোতে গিয়ে পা পিছলে পড়ে আঘাত লাগার কারণে মৃত্যু হয় সম্রাট দাস নামে ওই যুবকের। তাই শিলিগুড়ি বার্তার পক্ষ থেকে সকলকে আমরা এই সতর্কবার্তা জানাই যাতে, কম্পনের সময় কোনভাবেই আতঙ্কিত হয়ে কেউ যাতে সিঁড়ি দিয়ে ওঠানামা না করে, কারণ অযথা আতঙ্ক কিন্তু হয়ে দাঁড়াতে পারে দূর্ঘটনার কারন।

Share With:


Leave a Comment

  

Other related news