Breaking News

ভারত সরকারের ৩৭০ ধারা প্রত্যাহারের পর উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের

Image
 

মধুমিতা সরকার, শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,০৮ই আগস্ট: ভারত সরকারের দ্বারা  ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই  কাশ্মীরের  বর্তমান পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট উদ্বেগ   প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ ।৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা লোপ করে ভারত রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব ভেঙেছে কি না তা নিয়ে এখনও মুখ খুলেনি তারা।

পাকিস্তান চাইছে ১৯৪৮ সালের গৃহীত প্রস্তাব মেনে কাশ্মীরে হস্তক্ষেপ করুক  রাষ্ট্রপুঞ্জে।এবিষয়ে তাদের কাছে বারবার দরবার করেছে পাকিস্তান।৩৭০ ধারা প্রত্যাহারের পর জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ পায়।পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে চিঠি লিখেছেন। আজ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ জানিয়েছে, কাশ্মীরে নেতাদের আটক রাখা, টেলিকমিউনিকেশন ব্যবস্থা বন্ধ রাখা ও শান্তিপূর্ণ সমাবেশের উপরে নিষেধাজ্ঞায় তারা উদ্বিগ্ন। মানবাধিকার পরিষদের মুখপাত্রের কথায়, ‘‘ওই অঞ্চল থেকে প্রায় কোনও তথ্যই বাইরে আসছে না। এটাই যথেষ্ট উদ্বেগের।’’

কিন্তু ভারত রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাব ভেঙে‌ছে কি না সেই প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র বলেন, ‘‘আমরা এই উদ্বেগজনক পরিস্থিতির উপরে নজর রাখছি। মহাসচিব সব পক্ষকেই সংযত হতে বলেছেন। আপাতত এটুকুই বলতে পারি।’’ পাক বিদেশমন্ত্রীর চিঠি পেয়েছেন কি না তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

Share With:


Leave a Comment

  

Other related news