মৃত্যুর এক ঘণ্টা আগে শেষ ফোন করেছিলেন পাকিস্তানের জেলে বন্দী কুল ভূষণ যাদবের আইনজীবী হরিশ সালভেকে

ভাস্কর বাগচী,শিলিগুড়ি বার্তা,নিউজডেস্ক,০৭ই আগস্ট: সুষমা স্বরাজ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে এ কথা জানিয়েছেন খোদ হরিশবাবুই। কুলভুষণ যাদবের মামলা লড়ার জন্য তিনি এক টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। মামলা জেতার জন্য শুভেচ্ছা জানিয়ে সুষমা দেবী তাকে বুধবার সন্ধ্যা ৬ টায় তার বাড়িতে যেতে বলেন। বর্তমানে সাংসদ বা মন্ত্রী কিছু না থাকলেও কুলভুষণ যাদবের মামলা লড়া শুরু করেছিলেন যখন, তখন সুষমা দেবী বিদেশ মন্ত্রী ছিলেন। তার হাত দিয়েই মামলা চালু হয়, তাই তার চেষ্টাও করতে চেয়েছিলেন তিনি কিন্তু কুলভুষণ যাদবের মামলা লড়ার জন্য সেই এক টাকা পারিশ্রমিক পাওয়া হল না। হরিশ সালভে জানান তার জন্য অবশ্য আক্ষেপ নেই তার,আক্ষেপ একজন সত্যিকারের ভালো মানুষকে হারালো।
Leave a Comment