Breaking News

কাটমানি বন্ধ, তাই দিল্লি গিয়েছে কাটমানী আদাই করতে। শ্রমিক সমাবেশে এই ভাষাতেই আক্রমন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

Image
 

উত্তরবঙ্গের চা শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে একঝাক কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে রবিবার দাগাপুর ময়দানে অনুষ্ঠিত হল চা শ্রমিক সমাবেশ। এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রি স্মৃতি ইরানি। সভায় এদিন তাকে চা-ঝুরি ও তার ছবি দিয়ে সংবর্ধনা জানানো হয়।

 

এদিনের সমাবেশে বক্তব্যর মধ্য দিয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ শানেন। তিনি জানান, চা শ্রমিকদের ন্যায্য পাওনা না মিটিয়ে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও বিধায়কদের পকেট ভরার জন্য ভাতা বাড়িয়ে চলছে। কাটমানির টাকা পেতে দিল্লি গিয়ে ধর্না করছে। তিনি আরও বলেন, তাদের দল চা বাগানের শ্রমিকদের স্বার্থে, বা যতদিন তাদের ন্যায্য পাওনা না মিলছে ততদিন লাগাতার আন্দোলন সংগঠিত করবে।

Share With:


Leave a Comment

  

Other related news