২৪ ঘন্টা চুপ থাকার পর অবশেষে ৩৭০ ধারা অবলুপ্তির বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

ভাস্কর বাগচী,শিলিগুড়ি বার্তা ওয়েবডেস্ক,০৬ই আগস্ট:২৪ঘন্টা চুপ থাকার পর অবশেষে কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কলকাতার দমদম বিমানবন্দরে চেন্নাই যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেন তারা দেশের স্বার্থে যেকোনো ভালো সিদ্ধান্তের পক্ষে রয়েছেন। কিন্তু যেভাবে কাশ্মীরের নাগরিকদের অধিকার লঙ্ঘন করার প্রচেষ্টা করা হচ্ছে তার বিরোধীতা করবেন তারা। যে পদক্ষেপ করা হয়েছে তার বিরোধিতা নয়। তবে যেভাবে এই পদক্ষেপ করা হয়েছে তাতে তার ঘোর আপত্তি রয়েছে। তিনি বলেন, কাশ্মীরের মানুষ আমাদের ভাই বোন। আমাদের দেশের নাগরিক। আমি দেশকে ভালোবাসি। তাই গোটা দেশের সঙ্গে কাশ্মীরবাসীদেরও ভালোবাসি। তাই তাদের অধিকার যাতে কোনভাবে লংঘন না হয়, সে বিষয়টি নজর রাখতে হবে। এ দিনই তিনি দমদম বিমানবন্দর থেকে সরাসরি চেন্নাই চলে যান ডিএমকে নেতা স্তালিনের ডাকে করুণানিধির মূর্তি উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে।
Leave a Comment