তাঁর মৃত্যু অপূরণীয় এবং তাঁর তৈরি করা শূন্যস্থান কখনই পূরণ হবে না জেপি নাড্ডা

শিলিগুড়ি বার্তা, দিল্লি,০৭ই আগস্ট:মঙ্গলবার রাতে দিল্লির এইমস হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। সেখান থেকেই নয়াদিল্লিতে তাঁর বাড়িতে দেহ নিয়ে যাওয়া হয় প্রাক্তন বিদেশ মন্ত্রীর। দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, আজ তিনঘন্টা দলীয় কার্যালয়ে প্রাক্তন বিদেশমন্ত্রী দেহ রাখা হবে। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতা কর্মীরা। তারপর লোদি শ্মশানে বেলা ৩টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেপি নাড্ডা। হৃদরোগে আক্রান্ত হয়ে সুষমা স্বরাজের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। এদিন রাতেই দিল্লির এইইমস হাসপাতালে গিয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী ও দলের নেতারা।
এদিন রাতেই হাসপাতালে যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকড়, মানব সম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল এবং কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। জেপি নাড্ডা বলেন, “তাঁর মৃত্যু অপূরণীয় এবং তাঁর তৈরি করা শূন্যস্থান কখনই পূরণ হবে না”।
Leave a Comment