Breaking News

এবার অবৈধ দোকানপাট ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযানে নামতে চলেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব

Image
 

শিলিগুড়ি,০৬ই আগষ্ট:পর্যটন মন্ত্রী গৌতম দেব এবার অভিযানে নামতে চলেছেন শিলিগুড়ি শহরের বিভিন্ন রাস্তা দখল করে যে ব্যবসা চলছে তার বিরুদ্ধে। মঙ্গলবার শিলিগুড়ি মৈনাক টুরিস্ট লজে পর্যটন দপ্তরের অফিসে মন্ত্রী গৌতম দেব জানান, শহরের বিভিন্ন জায়গায় ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধ যে দোকান বা ব্যবসা চলছে যেমন কোট মোড়, হাসপাতাল মোড়, বিধান মার্কেট এর বহু জায়গায় ফুটপাত দখল করে ব্যবসা চলছে এগুলির বিরুদ্ধে আগামী ১০ আগস্ট এর পর থেকে অভিযানে নামতে চলেছেন তিনি, এবিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ আলোচনা করেছেন বলে জানান তিনি।

Share With:


Leave a Comment

  

Other related news