বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রায় এক কোটি টাকা প্রতারণার অভিযোগ,ধৃত প্রতারক

বাবলু প্রামানিক,কাকদ্বীপ,১৫ই জুলাই:দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার রাজনগর বর পাড়ায়। সোমবার সকাল ১০ টা থেকে বারোটার মধ্যে ১০০ জনেরও বেশি প্রতারিত মানুষ অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাকদ্বীপ থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ, বিদেশে চাকরি দেওয়ার নাম করে দিলীপ দাস প্রায় ৮০০ জনের কাছ থেকে টাকা নিয়েছিলেন। কেউ দিয়েছিলেন ১০ হাজার টাকা, তো কেউ দিয়েছিলেন ১৫ হাজার টাকা ও কেউ কেউ ২০ হাজার পর্যন্ত দেয়। এই টাকা নিয়ে চাকরি দেওয়ার নামে দিলীপ প্রায় দু বছর তাঁদের ঘুরিয়েছেন। তাঁদের চাকরি বিষয়ক বিভিন্ন রকমের কাগজপত্র দেওয়া হলেও, সেই কাগজপত্র গুলি জাল বলেও, বিক্ষোভকারীদের দাবি। এরপরই অভিযুক্ত দিলীপ তাঁদের প্রত্যেককেই টাকা ফেরত দেবেন বলে বলেছিলেন। কিন্তু বহুবার ঘুরেও সেই টাকা ফেরত পাননি বিক্ষোভকারীরা। পরে তাঁরা স্থানীয় এলাকায় বিষয়টি জানান। সেই সময় বসাবসি করে একটি লেখালেখি করা হয়েছিল, ৩০ জুন টাকা ফেরত দেবেন দিলীপ। কিন্তু বিক্ষোভকারীরা ৩০ জুন দিলীপের বাড়িতে এলে, তাঁরা দিলীপের দেখা পাননি। বিক্ষোভকারীদের অভিযোগ, দিলীপের বাড়ির পক্ষ থেকে টাকা ফেরতের জন্য আবার ১৫ জুলাই আসতে বলা হয়েছিল। সেই কথা অনুযায়ী ১৫ জুলাই দিলীপের বাড়িতে আসেন ১০০ জনেরও বেশি প্রতারিত মানুষ। তবে এদিন বাড়িতে দিলীপকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে ঘটনাস্থলে আসে পুলিশ।
যদিও এদিন দিলীপের স্ত্রী কৃষ্ণ দাস জানান, গত ৩ মাস আগে বাড়ির কাউকে না জানিয়ে দিলীপ বাড়ি ছেড়ে পালিয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ থানায় একটি নিখোঁজ অভিযোগও দায়ের করা হয়েছে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ।
Leave a Comment