৫ ফুট ৭ ইঞ্চি লম্বা চুল তৈরি করে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড গড়লেন গুজরাটের বাসিন্দা নিলানশি প্যাটেল

শিলিগুড়ি বার্তা, আমেদাবাদ,২৪শে জুলাই:গুজরাটের বাসিন্দা নিলানশি প্যাটেল। মাত্র ১৬ বছর বয়সে লম্বায় ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা চুল তৈরি করে কিশোরী ভাঙ্গলেন বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড। গুজরাটের বাসিন্দা নিলানশি প্যাটেল ছয় বছর বয়সে চুল কাটাতে গিয়ে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হন । এরপর থেকেই চুল না কাটার সিদ্ধান্ত নেন এবং লম্বা করতে থাকেন। তখন থেকে আর কখনোই কাটেনি চুল । এতো লম্বা চুলের যত্ন নেয়ার সময় নিলানশিকে চুল ধোয়ার পর শুকাতে আধা ঘণ্টা সময় লাগত। আর চিরুনি দিয়ে আঁচড়াতে লাগে ১ ঘণ্টা। চুলের যন্তের কাজে নিলানশিকে সহায়তা করেন তার মা।
Leave a Comment