গোরক্ষকের রোষে এবার লোকো পাইলট

নিউজ ডেস্ক, ৯ জুলাই:গোরুকে ধাক্কা দিয়েছে ট্রেন ফলে গোরক্ষকদের রোষ গিয়ে পড়ল ট্রেনের লোকো পাইলটের উপর।ঘটনাটি ঘটেছে গুজরাটের মেহসানায়।সূত্রের খবর সিধপুর ও মেহসানার মধ্যে তিনবার গোয়ালিয়র-অহমদাবাদ সুপারফাস্ট ট্রেনের লোকো পাইলটকে নিগ্রহ করেন এক গোরক্ষক। সকাল সওয়া এগারোটা নাগাদ পাটানের সিধপুর জাংশনের কাছে একটি গোরু আচমকা রেল ট্র্যাকের উপর চলে আসে।অভিযোগ স্টেশন মাস্টার লাল সিগন্যাল দেখালেও না-থেমে গোরুটির উপর দিয়েই ট্রেন চালিয়ে দেন লোকো পাইলট জিএ ঝালা।
পরের স্টেশনে নেমে গোরুটির দেহ ইঞ্জিন থেকে সরানোর জন্য রেলকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন ঝালা। তখন ট্রেনের বছর তিরিশের এক যাত্রী নেমে এসে ঝালাকে হেনস্থা করা শুরু করেন। 'লোকটি ঝালাকে জিজ্ঞেস করতে থাকে, আপনি কি অন্ধ? গোরুটাকে দেখতে পেলেন না? নিজেকে গোরক্ষক বলে দাবি করে ঝালাকে বেধড়ক মারধর করেন ওই যাত্রী। যোগ দেন আরও শ'দেড়েক গোরক্ষক।' এরপর ওয়াকি-টকিতে রেল পুলিশকে ফোন করে সবটা জানান লোকো পাইলট।
Leave a Comment