ফোর্ট উইলিয়ামের মিলিটারি গড়ে ধর্ষিতা এক নির্মান কর্মীর নাবালিকা কন্যা

নিউজ ডেস্ক, ১৯ জুন:মিলিটারিদের গড় ফোর্ট উইলিয়াম। সেখানেই নির্মান কর্মী হিসেবে কাজ করত এক ব্যক্তি। ক্যাম্পের মধ্যে সাগর মল্লিক নামের এক যুবক ওই নির্মান কর্মীর মেয়েকে ধর্ষণ করেছে। অভিযুক্ত ওই যুবক নাবালিকার প্রতিবেশীর আত্মীয়। অভিযোগ পেয়ে ইতিমধ্যে যুবককে গ্রেপ্তার করেছে ময়দান থানার পুলিশ৷
সুত্রে জানা গিয়েছে, ফোর্ট উইলিয়ামের এক নির্মাণ কর্মীর পরিবার নিয়ে ফোর্ট উইলিয়ামের ভিতর এক কামরার একটি ঘরে থাকেন৷ অভিযুক্ত যুবক মাঝে মধ্যেই প্রতিবেশীর বাড়িতে যাতায়াত করত।
পুলিশ সূত্রে খবর, সোমবার নাবালিকার বাবা-মা বাজারে গিয়েছিলেন৷ সেই সুযোগ নিয়েই ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে সাগর মল্লিক৷ রাতে বাবা-মা বাড়ি ফিরলে সব ঘটনা খুলে বলে ওই নাবালিকা৷ রাতেই ময়দান থানায় যান নাবালিকার বাবা৷ অভিযোগ দায়ের করেন তিনি৷
পুলিশ জানিয়েছে, মঙ্গলবারই অভিযুক্তকে গ্রেপ্তার করেন ভারতীয় দণ্ডবিধির ৩৭৬/২/এফ ধারা এবং পকসো আইনে অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ওইদিনই আদালতে পেশ করা অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷
Leave a Comment