বিশ্ব রেকর্ড করল এক ক্যান্সার আক্রান্ত বালক, টেবিল টেনিসে পেল সোনা

শিলিগুড়ি বার্তা,১৬ই জুলাই: বিশ্ব রেকর্ড করল এক ক্যান্সার আক্রান্ত বালক। নাম তার অরণ্যতেশ গঙ্গোপাধ্যায়। বাড়ি হুগলি জেলার শ্রীরামপুর।
আট বছরের এই বালক সম্প্রতি মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড চিলড্রেনস উইনার্স গেমসে অংশ গ্রহন করে। সে টেবিল টেনিসে সোনা জয়লাভ করেছে।। কর্কটরোগে আক্রান্ত এই অরণ্যতেশ গঙ্গোপাধ্যায়।
চলতি জুলাই মাসের ৪-৭ তারিখে মস্কোতে ক্যানসার যোদ্ধাদের নিয়ে একটি প্রতিযোগিতা হয়। সেখানেই দেশের হয়ে অংশ গ্রহন করেন অরণ্যতেশ। মা কাবেরী বলেছেন, ‘প্রতিযোগিতায় খেলতে যাবে বলে খুবই উচ্ছ্বসিত ছিল অরণ্যতেশ। নিজের রোগের কথা ভুলে খেলায় চূড়ান্ত মনোযোগ দিয়েছিল সে। এখন সে বিশ্বজয়ের আনন্দে মাতোয়ারা।’ মস্কোতে এই প্রতিযোগিতায় ছোটদের জন্য খেলাগুলি ছিল সেগুলি হল, ট্র্যাক এন্ড ফিল্ড, ফুটবল, দাবা, টেবিল টেনিস, সাঁতার এবং রাইফেল শুটিং। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে অরণ্যের চিকিৎসা চলছে। সেখানকারই এক চিকিৎসক জানিয়েছেন, ভারতের ১০ জন খুদের মধ্যে অরণ্যতেশই এই চমৎকার করে দেখিয়েছে। আর বাংলা থেকে সে একমাত্র প্রতিযোগী ছিল। ছ’টি খেলাই অত্যন্ত পারদর্শিতার সঙ্গে খেলেছে অরণ্যতেশ।
মা কাবেরীদেবী এক সাক্ষাৎ কারে বলেছেন, ‘গত দু’মাস ধরে প্র্যাটিশ করেছে। ৬টা থেকে দেড় ঘণ্টা চলত ট্র্যাক এবং ফুটবল প্র্যাকটিস। আর তারপরেই সাঁতার, দাবা এবং টেবিল টেনিস খেলত। সন্ধে বেলায় শ্যুটিং ক্লাসে যেত অরণ্য।’ শ্যুটিং কোচ পঙ্কজ পোদ্দার বলেন, ‘অরণ্যতেশ আসলে ভগবানের উপহার। আমরা পরবর্তী কালেও ওকে ট্রেনিং দিয়ে যেতে চাই।’
Leave a Comment