Breaking News

 ফের রক্তাক্ত  আফগানিস্তান!  বোমা বিস্ফোরণে মৃত্যু হল  ৩৪ জনের

Image
 

 

শিলিগুড়ি বার্তা , নিউজ ডেস্ক,৩১শে জুলাই:ফের রক্তাক্ত আফগানিস্তান৷ বুধবার সকালে আফগানিস্তানের হেরাত-কান্দাহার হাইওয়েতে বোমা বিস্ফোরণ ঘটে ৷ ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ স্থানীয় সংবাদ সূত্রের খবর, নিহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু।  বিস্ফোরণে জখমও হয়েছেন বেশকিছু  মানুষ ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে? 
বুধবার সকালে ব্যস্ত হেরাত-কান্দাহার হাইওয়ে৷  তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ প্রাণে বাঁচতে দৌড়তে শুরু করেন অনেকেই৷ মুহূর্তের মধ্যেই মৃতদেহ দেখা যায় হাইওয়ের আশপাশে রাস্তায় শুয়ে ছটফট করছে অনেকেই ৷ আর যাঁরা জখম হননি তাঁরা আতঙ্কে মুহ্য হয়ে যান৷ খবর পেয়ে  ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল৷ একে একে ৩৪ জনের দেহ উদ্ধার করা হয়৷ নিহতদের মধ্যে শিশু এবং মহিলাও রয়েছেন৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের৷ প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ  করা হচ্ছে৷

এর আগে মঙ্গলবারও দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এক আত্মঘাতী বিস্ফোরণ হয়৷ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে ভিড়ে ঠাসা একটি বাজার৷ সন্ত্রাসের কবল থেকে রক্ষা পায়নি তিন শিশুও৷ আত্মঘাতী বিস্ফোরণে মারা গিয়েছে তারা৷ এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই৷ তাঁদের এখনও চিকিৎসা চলছে৷এদিকে, কাবুলের রাজনৈতিক কার্যালয়ে বোমা বিস্ফোরণ এবং বন্দুক হামলায় নিহতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ২০৷ আহত আরও ৫০ জন। এখনও কেউই হামলার দায়স্বীকার করেনি৷ বারবার হামলার ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা৷

Share With:


Leave a Comment

  

Other related news