Breaking News

ইসলামিক আতঙ্কবাদী জাকির নায়েককে মালয়েশিয়া ত্যাগ করার নির্দেশ 

Image
 

 

শিলিগুড়ি বার্তা,নিউজ ডেস্ক,৩১শে জুলাই:ইসলামিক আতঙ্কবাদী জাকির নায়েক ও তার সমর্থকদের জন্য মালয়েশিয়া থেকে  তাদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ  দিয়েছে। ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে তথ্য প্রমান দেওয়ার পর  মালেশিয়া সরকার  এই পদক্ষেপ  নিয়েছে ।ইতিপূর্বে  সৌদি আরব ও UAE জাকির নায়েককে আশ্রয় দিতে অস্বীকার করেছে।

মাসকয়েক  আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জাকির নায়েককে নিয়ে বড়ো বিবৃতিতে বলেছিলেন- “জাকির নায়েককে আমরা ভারতের হাতে তুলে দেবে না, জাকির যতদিন ইচ্ছা আমাদের দেশে থাকতে পারে।” এরপর ভারত সরকার মালেশিয়ার উপর চাপ সৃষ্টি করেছিল। ভারত জাকির নায়েকের বিরুদ্ধে প্রমাণ দিয়ে চাপ সৃষ্টি করে। মালেশিয়া একটা ইসলামিক দেশ এবং জাকির নায়েককে আশ্রয়  দেওয়ার জন্য  এগিয়ে এসেছিল। মোদি ২ সরকারের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে পরিস্থিতি বদলাতে শুরু হয়েছে। আতঙ্কবাদীদের আশ্রয় দেওয়া দেশ মালোয়েশিয়া জাকির নায়েককে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে।

ভারতের চাপে  মালেশিয়া এখন জাকির নায়েককে তাদের দেশ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। জাকির কোনোভাবেই আর মালেশিয়াতে আশ্রয় পাবে না। জাকির নায়েক একজন ইসলামিক ধর্ম গুরু হিসেবে পরিচিত। জাকির মূলত আতঙ্কবাদী মস্তিষ্ক তৈরির কাজ করে। বাংলাদেশের ঢাকা হামলার পর থেকে জাকির নায়েক ভারত থেকে পালিয়ে  যায়। ঢাকা হামলার সাথে জাকিরের নাম জড়িয়ে ছিল। সৌদি আরব ইত্যাদি দেশ থেকে ফান্ড নিয়ে ভারতের সহ দক্ষিণ এশিয়ায় আতঙ্কবাদ ছড়ানোর জন্য বার বার জাকির নায়েকের নাম ওঠে এসেছে।ভারতে প্রবেশ করলে জাকির নায়েককে গ্রেপ্তার করা হবে বলে সরাষ্ট্র মন্ত্রণালয়  সুত্রে জানা গিয়েছে।

Share With:


Leave a Comment

  

Other related news