পাকিস্তানে গ্রেফতার মুম্বাই কান্ডের মুলচক্রী জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ

মধুমিতা সরকার,নিউজ ডেস্ক, ১৭ জুলাই:পাকিস্তানে গ্রেফতার জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ।৷ ২৬/১১ জঙ্গি হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। মুম্বই হামলার পরই হাফিজ সইদকে বিশ্ব সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছিল আমেরিকা।লাহোর থেকে-গুজরানওয়ালা যাওয়ার পথেপাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অপরাদ দমন শাখা গ্রেফতার করে হাফিজকে।
এমনটাই দাবি করেছে পাক সংবাদমাধ্যম।
অবশ্য হাফিজ সৈয়দের গ্রেফতারির খবর নিশ্চিত করেছে জামাত-উদ-দাওয়ায়ের এক মুখপাত্র।
উল্লেখ্য, জুলাই মাসে জামাত-উদ-দাওয়াই, লস্কর-এ-তইবা ও এফআইএফের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করেছিল সন্ত্রাস দমন শাখা।
এ প্রসঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার বলেন, ‘‘জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পদক্ষেপ করে পাকিস্তান আন্তর্জাতিক দুনিয়াকে কৌশলী বার্তা দিতে চাইছে। তবে পাকিস্তানের এমন লোকদেখানো পদক্ষেপে আমাদের বোকা বনে যাওয়া উচিত হবে না’’।
পাকিস্তান সংবাদ মাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। যদিও সরকারি ভাবে পাকিস্তান এখনও হাফিজ সাঈদের গ্রেফতারি নিয়ে কোনও কিছু ঘোষণা করেনি।
২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড উল্লেখ করে ভারত হাফিজকে গ্রেফতার করার জন্য দীর্ঘ দিন ধরে পাকিস্তানের কাছে দাবী করে আসছে। ওই হামলার পরই হাফিজের যুক্ত থাকার তথ্য প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত। পাশাপাশি মুম্বাই হামলার পর থেকে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহলেও এ নিয়ে চাপ তৈরির কূটনৈতিক কৌশল বজায় রেখেছে নয়াদিল্লি।
Leave a Comment