Breaking News

পাকিস্তানের শিয়ালকোটে ভারতীয়দের জন্য খুলে দেওয়া হল  ৫০০ বছরের পুরানো শিখ তীর্থস্থান  

Image
 

 


 
নিউজ ডেস্ক, ১ লা জুলাই:৫০০ বছরের পুরানো শিখ তীর্থস্থান  বাবে দেবের গুরুদোয়ারা রয়েছে পাকিস্তানের শিয়ালকোটে। শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে। ইতিপূর্বে  এই তীর্থস্থানে যেতে পারতেন না ভারতীয় তীর্থযাত্রীরা। 

সম্প্রতি  ভারতীয় শিখদের জন্য খুলে দেওয়া হয়েছে এই গুরুদোয়ারা।  সোমবার পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন সংবাদপত্র জানিয়েছে এই খবর।

বিগতদিনে  পাকিস্তান, ইউরোপের নানা দেশ, কানাডা ও আমেরিকার শিখ তীর্থযাত্রীরা ওই গুরুদোয়ারায় যাওয়ার অনুমতি পেতেন। সম্প্রতি পাঞ্জাবের গভর্নর মহম্মদ সারওয়ার নির্দেশ দিয়েছেন, এবার ভারতীয় তীর্থযাত্রীরাও ওই তীর্থস্থানে যাওয়ার অনুমতি পাবেন।

প্রতিবছর ভারত থেকে হাজার হাজার তীর্থযাত্রী পাকিস্তানে গুরু নানকের জন্মস্থান ও মৃত্যুর স্থানে তীর্থযাত্রা করতে গিয়ে থাকেন ।
বৈশাখী উৎসব উপলক্ষেও পাকিস্তানে তীর্থ করতে যান অনেকে শিখরা। 

 গুরু নানক কাশ্মীর থেকে শিয়ালকোটে যাওয়ার সময় একটি গাছের তলায় বিশ্রাম করেছিলেন। পরে সর্দার নাথা সিং সেখানে একটি গুরুদোয়ারা প্রতিষ্ঠা করেছিলেন।

ভারত ও পাকিস্তান কর্তারপুর করিডোর নির্মাণের সিদ্ধান্ত নেয় ২০১৮ সালে। ওই সিদ্ধান্ত অনুযায়ী পাঞ্জাবের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানক থেকে পাকিস্তানের কর্তারপুরে নানকের সমাধিস্থল পর্যন্ত একটি রাস্তা তৈরি হচ্ছে। ভারতীয় তীর্থযাত্রীরা ভিসা ছাড়াই ওই পথ দিয়ে কর্তারপুর সাহিবে যেতে পারবেন।

Share With:


Leave a Comment

  

Other related news